ABP Ananda LIVE: একসময় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মুখে প্রায় শোনা যেত কলকাতাকে লন্ডন করার কথা। এবার কলকাতায় বাম-বিজেপিকে আক্রমণে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অস্ত্র লন্ডন! রেড রোডে ইদের অনুষ্ঠান থেকে তিনি ধর্ম নিয়ে সরব হলেন। আবার লন্ডনে বকতৃতা দিতে গিয়ে, তাঁকে যেভাবে প্রশ্নের মুখে পড়তে হয়েছে, তা নিয়ে বাম-বিজেপিকে একসঙ্গে নিশানাও করলেন।\